শিক্ষার্থীদের নান্দনিক সৌন্দর্যবোধ তৈরি করার জন্য এবং এবং তাদের মধ্যে লুকায়িত প্রতীভা বিকাশের জন্য বহু প্রকারের বিষয় যেমন- নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, বিতর্ক, অভিনয়, স্কাউটিং, রেডক্রিসেন্ট সোসাইটি পড়ানো ও চর্চা করানো হয়। চর্চা করানোর জন্য বিভিন্ন প্রকার ক্লাব যেমন- ভাষা ও সাহিত্য ক্লাব, ইংলিশ ক্লাব, বিজ্ঞান ও গণিত ক্লাব, বিতর্ক ক্লাব, মুভ্স দ্যা গুডনেস ক্লাব গঠন করা হয়েছে। এসকল ক্লাবের অধীনে শিক্ষার্থীদের সারা বছর নির্দিষ্ট কর্মসূচী বাস্তবায়ন করানো হয়। এতে করে তারা যেমন নিজেকে বিকশিত করতে পারে, তেমনি নেতৃত্ব দেয়ার মত গুণাবলী সৃষ্টি করতে পারে। তাছাড়া এ সকল ক্লাবের অধীনে জাতীয় অনুষ্ঠানমালা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে।
ক্লাবগুলো পরিচালনার জন্য প্রতি ক্লাবে দুই থেকে তিনজন শিক্ষক, দুইজন অনুষ্ঠান আয়োজক এবং ১৫ থেকে ২০ জন্য শিক্ষার্থী ব্যবস্থাপনা মিটিতে নিযুক্ত থাকে। এছাড়া প্রতি ক্লাবে শতাধিক সাধারণ সদস্য থাকে যারা ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।