Phone: +8802224432305

Managing Committee

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান-এর সকল কর্মকান্ড ওয়েব সাইটে প্রকাশিত হতে যাচ্ছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে এবং “ভিশন-2021” বাস্তবায়নে আমরাও অংশীদার হ’তে চাই। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিতর্কসহ জাতীয় ও সামাজিক অঙ্গনে অত্র বিদ্যালয়ের রয়েছে স্ব-গর্ব পদচারণা। এই ওয়েব সাইটের মাধ্যমে সকল অভিভাবক তথা সাধারন মানুষ বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, সুনাম, শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীদের পরিচিতি, শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, শিক্ষাদান পদ্ধতি, ফলাফল সহ সার্বিক বিষয়ে সহজে অবহিত হ’তে পারবেন, যা সময়ের প্রয়োজনে যুগোপযোগী একটি পদক্ষেপ। উক্ত ওয়েব সাইটি তৈরীতে যাঁরা কারিগরি ও সার্বিকভাবে সহায়তা প্রদান করেছেন, তাঁদেরকে আমার তথা বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ওয়েব সাইটি আরোও উন্নত এবং ফলপ্রসূ করতে সকল অভিভাবক/সূধী মহলের মতামত ও পরামর্শ বিশেষভাবে কামনা করছি। সকলকে ধন্যবাদ।