Phone: +8802224432305

স্কুলের লক্ষ্য এবং উদ্দেশ্য :


লক্ষ্য : আমাদের প্রধান লক্ষ্য নারায়ণগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের পক্ষে সম্ভব শিক্ষার্থীদের গুণগত শিক্ষা প্রদান করা। এই শিক্ষার্থীদের জীবন গঠনের জন্য সুচরিত্রবান হওয়ার পথ নির্দেশ করা। দেশপ্রেমিক হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা, সৎ ও ন্যায়-নীতিবান করার গুরুত্ব ও তাৎপর্য শেখানো, জীবনে সুকুমার বৃত্তির জাগরণ ঘটানো এবং দক্ষ ও কর্মঠ নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। আমরা মনে করি একজন সম্পূর্ণ মানুষ হওয়ার জন্য শিশুদের শৈশব ও কৈশরের প্রয়োজনীয় বিকাশের যথাযথ উপকরণ ও পরিবেশ দান করাই আমাদের লক্ষ্য।

উদ্দেশ্য : লক্ষ্যকে বাস্তবে রূপ দেয়ার জন্য আমাদের প্রয়োজন বিদ্যালয় অবকাঠামো নির্মাণ, শ্রেণিকক্ষ সজ্জাকরণ, প্রয়োজনীয় শিক্ষোপকরণ ব্যবস্থাপনা, যোগ্য ও দক্ষ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং নিয়মিত প্রশিক্ষণ দান। সুনির্দিষ্ট নিয়ম-নীতি ও আইন কানুনের মাধ্যমে বিদ্যালয় প্রশাসন ও ব্যবস্থাপনা পরিচালনা করা। শিক্ষার্থীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা বিদ্যালয়ের উদ্দেশ্যগুলোর অন্যতম। ছাত্র-শিক্ষক-অভিভাবকের সাথে কার্যকরি ও দ্রুত যোগাযোগের জন্য শিক্ষার্থী নিয়ন্ত্রণ। অর্থব্যবস্থাপনা এবং যুগোপযোগী শিক্ষা দানের জন্য আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার করা।